জি৭ বৈঠকে ‘ভ্যাকসিন পাসপোর্ট’ সম্পর্কে বিরুদ্ধ মত পোষণ করল ভারত। জি৭ বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানালেন, এই উদ্যোগ প্রবলভাবে বৈষম্যমূলক। পৃথিবীর উন্নত এবং ধনী সাতটি দেশের বৈঠকে এবছর অতিথি ভারত। টিকার অভাব এবং উন্নয়নশীল দিকে দেশগুলোর টিকাকরণের নিম্ন হারের বিষয়টি তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘অতিমারীর এই পর্যায়ে ভ্যাকসিন পাসপোর্ট সম্পর্কে ভারতের আশঙ্কা নিয়ে আলোচনাও প্রাসঙ্গিক। উন্নত দেশগুলোতে যে হারে টিকাকরণ হচ্ছে, উন্নয়নশীল দেশগুলোতে তার চেয়ে অনেক কম। এই অসাম্যের বিষয়টি নিয়ে এখনও কোনও আলাপ-আলোচনা হয়নি। হর্ষ বর্ধন বলেন, যতদিন না নিরাপদ এবং কার্যকরী টিকা সুষমভাবে বণ্টন হচ্ছে, ততদিন ভ্যাকসিন পাসপোর্ট বিষয়টি বৈষম্যমূলক এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য অসুবিধের সৃষ্টি করবে। আমেরিকা এবং ব্রিটেন সহ বেশ কিছু দেশ ভ্যাকসিন পাসপোর্টের পক্ষে সওয়াল করে আসছে যা তাদের দেশের নাগরিকদের বিদেশে যাওয়া এবং অন্যদের তাদের দেশে আসার পথ সুগম করবে।