সেচ দফতরে দুর্নীতির তদন্ত শুরু করেছে পুলিশ। আর সেই তদন্তেরই প্রথম পদক্ষেপ হিসাবে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রাখাল বেরাকে গ্রেফতার করল পুলিশ।রাখাল বেরা-কে গ্রেপ্তার করে মানিকতলা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। বিশেষ করে সেচ দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রচুর টাকা তুলেছিল সে। সূত্রের খবর, তাকে জিজ্ঞাসাবাদ করেই শেষ দুর্নীতির রহস্য ভেদ করতে চাইছে পুলিশ। ঘূর্ণিঝড় যশের প্রভাবে রাজ্যজুড়ে শতাধিক বাঁধ ভেঙেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হিসেব দিয়েছেন। সঙ্গে কীভাবে এতগুলি বাঁধ একসঙ্গে ভেঙে পড়ল তার তদন্ত করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। যেমন বলা তেমন কাজ। সূত্রের খবর, তদন্তে নেমেই মানিকতলা থানার পুলিশ রাখাল বেরা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। এক বিজেপি নেতার ঘনিষ্ঠ হিসেবে দাবি করা হয়েছে পুলিশের তরফে। অনুমান করা হচ্ছে, রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী তথা বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অতি ঘনিষ্ঠ ওই ব্যক্তি। তার বিরুদ্ধে একাধিক আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। বিশেষ করে সেচ দফতরে চাকরির দেওয়ার নাম করে প্রায় কোটি টাকা তুলেছেন ওই ব্যক্তি। সূত্রের খবর এরকমই কয়েকটি অভিযোগ কলকাতা পুলিশের বিভিন্ন থানায় দায়ের হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেচ দুর্নীতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়ার রাজনৈতিক মহল বলেছিল, তদন্ত হলে বিপাকে পড়তে পারেন রাজ্যের প্রাক্তন সেচ মন্ত্রীরা। তৃণমূল সরকারের শুরু থেকে শেষ দফতরের দায়িত্ব সামলে এসেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। পরে ওই একই দায়িত্ব দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে। বর্তমানে দুজনেই বিজেপিতে।