আন্তঃরাজ্য অস্ত্র পাচারের একটা বড়সড় চক্র ফাঁস করল রাজ্য এসটিএফ এবং বীরভূম জেলা পুলিশ। রবিবার স্পেশাল টাস্ক ফোর্স ও বীরভূম জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করেছে বেআইনি অস্ত্র ও বিপুল পরিমাণ বিস্ফোরক। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন সিউড়ির লাগোয়া জাতীয় সড়কে আগে থেকেই মোতায়েন ছিল এসটিএফ ও বীরভূমের পুলিশের একটি দল। সেই সময় পাচারের জন্য বিহার থেকে একটি ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল অস্ত্র ও বিস্ফোরক। সেগুলি বিহার থেকে বাংলায় পাচার হচ্ছিল বলেই জানতে পেরেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এই অভিযান চালিয়ে ২ জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৫টি অত্যাধুনিক ৭ এমএম পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি এবং ২০ কেজি লাল ও সাদা বোমা তৈরির মশলা ও বারুদ বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় সিউড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তখনই জানা যায় যে, বেআইনি অস্ত্র বোঝাই একটি ট্রাকটি রামপুরহাটের দিক থেকে আসছিল। সেই সময় পুলিস রীতিমতো সেটিকে তাড়া করে। পরিস্থিতি বুঝে ট্রাকটিও পালানোর চেষ্টা করে। তবে পুলিস ট্রাকটিকে ধরতে সক্ষম হয়।