জেলা

ফের দিলীপ ঘোষের জেলা বৈঠকে বিজেপি কর্মীদের বিক্ষোভ, বাইরে থেকে নামিয়ে দেওয়া হল পার্টি অফিসের শাটার

আজ আসানসোলে বিজেপির জেলা পার্টি অফিসে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাংগঠনিক বৈঠককে কেন্দ্র করে তুলকালাম। ভোটে আক্রান্ত বিজেপির নেতা কর্মীদের বৈঠক থেকে বার করে দেওয়াকে কেন্দ্র করে এই উত্তেজনার সৃষ্টি হয়। এব্যাপারে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছেন দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। কেন হার তা বোঝার চেষ্টা করছেন। জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করে হারার কারণ বুঝে নেওয়ার চেষ্টা করছেন দিলীপ ঘোষ। আর তা করতে গিয়ে বারবার ক্ষোভ-বিক্ষোভের মধ্যে পড়তে হচ্ছে দিলীপ ঘোষকে। আসানসোলে আজ সোমবার বৈঠক করতে চান বিজেপি রাজ্য সভাপতি। বৈঠক চলাকালীন একদল বিজেপি কর্মী বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি, দিলীপ ঘোষকে তাঁদের কথাও শুনতে হবে। ভোটের কাজ করতে গিয়ে বারবার মার খেতে হয়েছে। কেন তাঁদের কথা শোনা হবে না তা নিয়ে ক্ষোভ ছড়ায়। বাইরে থেকে বিজেপির পার্টি অফিসের শার্টার বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ। শেষমেশ দিলীপ ঘোষ বিক্ষোভকারীদের কথা শুনতে চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।