দেশ

ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম

সপ্তাহের প্রথম দিনে ফের পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল ৷ এই নিয়ে টানা ২১ দিন ধরে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। এদিন পেট্রোলের দাম ২৪-২৮ পয়সা প্রতি লিটারে বৃদ্ধি করা হয়েছে ৷ ডিজেলের দামও বাড়ানো হয়েছে ২৬ থেকে ২৮ পয়সা প্রতি লিটারে ৷ আজ কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ২৬ পয়সা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ২৭ পয়সা বাড়ল। ফলে পেট্রোলের দাম হল লিটারে ৯৫ টাকা ২৮ পয়সা। ডিজেলের দাম লিটারে ৮৯ টাকা ০৭ পয়সা হল। এদিন দাম বাড়ার পর দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম হয়েছে ৯৫.৩১ টাকা, ডিজেল ৮৬.২২ টাকা ৷ মুম্বাইতে পেট্রোলের দাম ১০১.৮৭ টাকা। ডিজেলের দাম ৯৩.৬৪ টাকা। আন্তর্জাতিক বাজারে বেড়ে চলেছে অপরিশোধিত তেলের দাম যার প্রভাব সরাসরি পড়ছে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দামে ৷