করোনা পরিস্থিতি বিবেচনা করে বাতিল করা হল চলতি বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা । এদিন নবান্ন সভাঘর থেকে একথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বিশেষজ্ঞ কমিটি ও জনগণের মতামতের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত বলে জানালেন তিনি। পরীক্ষা না নিয়ে কীভাবে তৈরি করা হবে মার্কশিট, আগামী ৭ দিনের মধ্যে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনা আবহে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া উচিত কি না, আম জনতার কাছে জানতে চেয়েছিলেন মমতা। সোমবার দুপুর ২টোর মধ্যে ইমেলে নিজেদের মতামত জানাতে বলেছিলেন তিনি। অধিকাংশ মতামতই পরীক্ষা না নেওয়ার পক্ষে বলায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বাতিল বলে ঘোষণা হল করা হল। মুখ্যমন্ত্রী জানান, এই বিষয়ে প্রায় ৩৪ হাজার ইমেল জমা পড়েছে। এই রিপোর্ট ডকুমেন্টটেশন করা হবে। তাদের মধ্যে বেশিরভাই পরীক্ষা বাতিলের পক্ষেই তাদের মত জানিয়েছেন। এই নিয়ে গড়া বিশেষজ্ঞ কমিটিও করোনার এই আবহে পরীক্ষা না নেওয়ার পরামর্শই দিয়েছেন।