করোনা ১০০ বছরের মধ্যে ভয়ঙ্কর মহামারী। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী মোদী। শুধু তাই নয়, করোনার মতো মহামারি কেউ আগে দেখেনি। জাতির উদ্দেশ্যে এদিন মোদী আরও বলেণ, এত বড় মহামারিকে আমরা একসঙ্গে লড়েছি। হাসপাতালের বেড, অক্সিজেন, ভেন্টিলেটরের মতো নানা বিষয়ে কাজ করা হয়েছে। দেড় বছরে নতুন করে স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করা হয়েছে। ১৮ বছর উর্ধে সবাইকেই বিনামূল্যে করোনার ভ্যাকসিন। জাতির উদ্দেশ্যে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২১ এর জুন থেকে মিলবে এই ভ্যাকসিন। এর ফলে রাজ্যগুলিকে আর কিনতে হবে না। বেসরকারি হাসপাতালেও টিকার দামের ওপর সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত সার্ভিস চার্জ বা পরিষেবা কর নিতে পারবে হাসপাতালগুলি। এর বেশি নয়।
একনজরে দেখে নেওয়া যাক কী কী বললেন প্রধানমন্ত্রী –
🔴 মে -জুন পর্যন্ত লাগু থাকবে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা
🔴 ২১ জুন থেকে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে করোনা টিকা দেওয়া হবে। যাঁরা বিনামূল্যে টিকা নিতে চান না তাঁদের জন্য আলাদা ব্যবস্থা
🔴 রাজ্য সরকারকে টিকার জন্য কোনও খরচ করতে হবে না
🔴 রাজ্যগুলিকে টিকা কিনে দেবে কেন্দ্র
🔴 ডোজপিছু সর্বোচ্চ সার্ভিস চার্জ হবে ১৫০ টাকা
🔴 ন্যাসাল ভ্যাকসিন নিয়ে চলছে গবেষণা
🔴 ভারতে ২৩ কোটি মানুষের টিকাকরণ হয়েছে
🔴 মিশন ইন্দ্রধনুষের মাধ্যমে টিকাকরণে জোর
🔴 টিকাকরণ ৯০ শতাংশ করা হয়েছে
🔴 ১০০ শতাংশ তরল অক্সিজেন তৈরির কাজ শুরু
🔴 আগামীদিনে টিকার পরিমাণ বাড়ানো হচ্ছে
🔴 শিশুদের করোনা থেকে সুরক্ষা দিতে কোভ্যাকসিনের ট্রায়াল চলছে
🔴 অন্যদেশ থেকেও কেনা হচ্ছে টিকা
🔴 করোনা রুখতে প্রধান অস্ত্র টিকাকরণ
🔴 দেশে স্বাস্থ্য ক্ষেত্রে গত দেড় বছরে নয়া পরিকাঠামো গড়ে উঠেছে
🔴 দেশে আগে মাত্র ৬০ শতাংশ মানুষের টিকাকরণ হত
🔴 দেশের শিশু এবং গরীবদের চিন্তা রয়েছে
🔴 টিকাকরণের গতি বেড়েছে
🔴 অনেক কম টিকা প্রস্তুতকারী সংস্থা রয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে জারি লড়াই। বিদেশ থেকে আনা হয়েছে ওষুধ
🔴 আমরা অনেক প্রিয়জনকে হারিয়েছি করোনা পরিস্থিতিতে।