কলকাতা

রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বাজ পড়ে মৃত ২১

ফের প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজল রাজ্য। বিকেল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয় ঝড়বৃষ্টি। সঙ্গে বজ্রপাতও হয়। তার ফলে প্রাণহানি হয়েছে মোট সাতজনের। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ সর্বত্র প্রায় একই পরিস্থিতি। বজ্রাঘাতে প্রাণও হারান অন্তত ২১ জন। এর মধ্যে হুগলি জেলায় ১০, মুর্শিদাবাদে ৯ এবং পশ্চিম মেদিনীপুরে ২ জনের মৃত্যুর খবর মিলেছে। হুগলির খানাকুলে বাজ পড়ে একই পরিবারের ২ জনের মৃত্যু হয়েছে। খানাকুলে বজ্রাঘাতে মারা গিয়েছে আরও ২ জন। পোলবা দাদপুরে প্রাণ গিয়েছে ২ জনের। তারকেশ্বরেও ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হরিপাল এবং সিঙ্গুরে এক জন করে ২ জনের প্রাণ গিয়েছে। সব মিলিয়ে হুগলি জেলাতেই বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন ১০ জন। শুধুমাত্র জঙ্গিপুর মহকুমাতেই বজ্রপাতে মারা গিয়েছেন ৭ জন। বহরমপুরে মৃত্যু হয়েছে আরও ২ জনের। সোমবার দুপুরে যখন ঝড়বৃষ্টি শুরু হয় সেই সময় অনেকেই জমিতে চাষের কাজে ব্যস্ত ছিলেন। আহত হয়েছেন ৭ জন। তাঁদের জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতেও দু’টি পৃথক জায়গায় বাজ পড়ে মৃত্যু হয়েছে এক মহিলা-সহ ২ জনের। হতাহতরা প্রায় প্রত্যেকেই সে সময় মাঠে চাষের কাজে ব্যস্ত ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।রাজ্যে বজ্রপাতে হতাহতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।