আর্থিক দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে আশিসলতা রামগোবিন্দকে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ডারবান হাই কোর্ট। অভিযুক্ত আশিসলতা, বিখ্যাত মানবাধিকার কর্মী ইলা গান্ধীর মেয়ে। ইলা গান্ধী হলেন মণিলাল গান্ধীর মেয়ে, অর্থাত্ গান্ধীজির নাতনি। গান্ধীজির দ্বিতীয় সন্তান ছিলেন মণিলাল। ইলা গান্ধীজীর পদাঙ্ক মেনে ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর নন-ভায়োলেন্স’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত। পরিবেশ সুরক্ষা, সামাজিক কল্যাণ এবং রাজনৈতিক সাম্যের হয়ে এতদিন একাধিক কর্মসূচিতে অংশও নিয়েছেন তিনি। তাঁরই মেয়ে আশিসলতা এমন কাণ্ডে জড়িয়ে পড়ায় সকলেই স্তম্ভিত। দক্ষিণ আফ্রিকার প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এসআর মহারাজ নামে এক ব্যবসায়ীর কাছে থেকে মাল রফতানির নামে ৬২ লক্ষ টাকা ধার নেন আশিসলতা। অথচ পরে জানা যায়, সবই ভাঁওতা। জাহাজে কোনও জিনিসই নাকি পাঠানো হয়নি। এই অভিযোগে আদালতের দ্বারস্থও হন ওই ব্যবসায়ী। ২০১৫ সালে প্রাথমিক শুনানির পর ৫০ হাজার টাকা জরিমানার পর ছাড়া পান আশিসলতা। কিন্তু পরে ফের নতুন করে তদন্ত শুরু হয়। সোমবার সেই মামলার শুনানি পর্ব মিটে যাওয়ার পর কারাদণ্ডের সাজা শোনায় ডারবান স্পেশালাইজড কমার্শিয়াল ক্রাইম কোর্ট।