নয়াদিল্লিঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিকেলে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও বৈঠক করার কথা শুভেন্দুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বুধবার তিনি বৈঠক করবেন বলে জানিয়েছেন। এদিনের বৈঠকে রাজ্য সরকারের নামে নালিশ করেছেন শুভেন্দু। শুভেন্দুও নিজের টুইটার থেকে ছবিটি শেয়ার করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, নানা বিষয়েই কথা হয়েছে বৈঠকে। স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন, তিনি বাংলার জন্য সব সময় যেভাবে এগিয়ে এসেছেন, ভবিষ্যতেই আসবেন। কাঁথি পুরসভা থেকে ত্রিপল লুঠের অভিযোগের পর প্রথম বার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে প্রশ্নের জবাবে মঙ্গলবার দিল্লিতে তিনি বলেছেন, ”আমার এত দুর্ভাগ্য হয়নি যে, ত্রিপল চুরি করতে যাব।” ত্রিপল লুঠ নিয়ে দায়ের হওয়া এফআইআর প্রসঙ্গে শুভেন্দুর জবাব, ”এফআইআর দায়ের কেউ করতেই পারে। আইনি পথে তার জবাবও দেওয়া হবে। মঙ্গলবার বিকেলে নাড্ডার সঙ্গে শুভেন্দুর বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে।