কলকাতা

‘কথায় কথায় দিল্লি, ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না’, ফের বিস্ফোরক রাজীব

আজ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বৈঠক ডেকেছেন কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না অনেক প্রাক্তন তৃণমূলী। তাদের মধ্যে উল্লেখযোগ্য মুকুল রায় এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। মুকুলকে নিয়ে বিগত কয়েক দিন ধরেই জল্পনা কারণ দিলীপের সঙ্গে পরোক্ষভাবে তাঁর ‘সংঘাত’ চলছে। এবার ফেসবুক পোস্ট দিয়ে বিস্ফোরণ ঘটালেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন ফেসবুক পোস্টে রাজীব বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “অনেক হল, মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা এবং মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না। আমাদের সকলের উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে ‘কোভিড’ এবং ‘ইয়াস’ এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা।” বিধানসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। তারপর একের পর এক ইস্যুতে রাজ্য প্রশাসনসহ ঘাসফুল শিবিরকে আক্রমণ করেন কিন্তু ভোটের পর রাজীব কার্যত খুব বেশি প্রকাশ্যে আসা বন্ধ করে দিয়েছেন। নির্বাচনে হেরে যাওয়ার পর তাঁর সেই ঝাঁজ কমে গিয়েছে একদম। বিজেপির বৈঠকে থাকছেন না তাই স্বাভাবিকভাবে রাজীবকে নিয়ে জল্পনা সৃষ্টি হচ্ছে। এ বাড়ি ফেসবুক পোস্ট বিতর্কের আগুনে ঘি ঢাললো। কিছুদিন আগেই মুকুল রায় পুত্র শুভ্রাংশু রায় জল্পনা উদ্দীপক পোস্ট দিয়েছিলেন ফেসবুকে। সেখানেও তিনি বিজেপির সমালোচনা করেন এবং পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়শী প্রশংসা করেন। মূলত তাঁর মাকে দেখতে যাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

https://www.facebook.com/SriRajibBanerjee/photos/a.865869713486931/5838155926258260/