কীভাবে করোনা রোগীদের অক্সিজেন বন্ধ করে এই ধরনের মক ড্রিলের অনুমতি দিল হাসপাতাল কর্তৃপক্ষ, উঠছে প্রশ্ন
উত্তরপ্রদেশের আগ্রার এক বেসরকারি হাসপাতালে মর্মান্তিক ঘটনা। করোনা রুগীদের প্রয়োজনীয় অক্সিজেন বন্ধ করে মক ড্রিল। আর এই পরীক্ষার জেরে মৃত্যু হয়েছে ২২ জন করোনা রোগী। পুলিশের তরফে সিল করা হয়েছে সেই হাসপাতাল। ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রশ্ন উঠছে কীভাবে করোনা রোগীদের অক্সিজেন বন্ধ করে এই ধরনের মক ড্রিল-এর অনুমতি দিল হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার জানাজানি হতেই হাসপাতাল সিল করে, কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।