জেলা

‘তৃণমূলের নামে মিথ্যা প্রচার করে আমরা দুঃখিত’, মাইকিং করে প্রচারে বিজেপি কর্মীরা

পরিস্থিতি স্বাভাবিক করতে রাজভবনে মুখ্যসচিবের তলব পড়েছে। এই সবের মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থকরা বাড়ি ফিরে আসছেন। এরমধ্যেই অন্য ছবি ধরা পরল লাভপুর বিধানসভা এলাকায়। মাইকিং করে ক্ষমা চাইতে দেখা গেল বিজেপি কর্মীদের। এদিন লাভপুর বিধানসভার বিপ্রটিকুড়ি পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মীরা নিজেরাই গ্রামে ঘুরে ঘুরে মাইকিং করে মানুষের কাছে ক্ষমা চেয়ে নিলেন। তাঁদের তরফে বলা হয়, নির্বাচনের সময় আমরা মানুষকে ভুল বুঝিয়েছি। যার ফলে শান্তি বিঘ্নিত হয়েছে। মাইকিং করে বলতে শোনা যায়, ‘‌আমরা ১ নম্বর সংসদের বিজেপি কর্মী বৃন্দ, ২০২১ সালে বিধানসভা ভোটের আগে, বিপ্রটিকুড়ি গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করে গ্রামের মধ্যে উত্তেজনা ও গন্ডগোলের সৃষ্টি করেছিলাম। যেগুলো ভিত্তিহীন এবং সর্বতোভাবে মিথ্যা। আমরা সেই মিথ্যে অপবাদের প্রচারের জন্য বিপ্রটিকুড়ি গ্রামবাসীদের কাছে ক্ষমা চাইছি এবং শপথ করছি এরকম মিথ্যা অপপ্রচার ভবিষ্যতে কোনদিন করব না। গ্রামবাসীদের কাছে ভুল স্বীকার করে এলাকার মাননীয় বিধায়কের কাছে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করবার ইচ্ছা প্রকাশ করছি।’‌ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপির কর্মী–সমর্থকরা দীর্ঘদিন ধরে এলাকাছাড়া ছিলেন। একুশের নির্বাচনে বীরভূমে ১১টি আসনের মধ্যে ১০টি আসন পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তার মধ্যে এই ধরনের ঘটনা নতুন করে বিতর্কের ঝড় তুললো।