প্রায় ৪২ হাজার ভোটের ব্যবধানে হেরেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বেকায়দায় পড়ে যখন আবার সুর বদল করতে দেখা গেল ডোমজুড়ের পরাজিত বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়কে তখন ফের তাকে তিরস্কার করতে দেখা গেল দাদার অনুগামীর নিচুতলার কর্মীরা। মঙ্গলবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পোস্ট ঘিরে উসকেছিল দলবদলের জল্পনা। আর তার পরের দিনই রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে পোস্টারে ছেয়ে গেল ডোমজুড়। পোস্টারে লেখা আছে, ‘মিরজাফর, গদ্দার, বেইমানদের এই ডোমজুড় কেন্দ্রে কোন ঠাঁই নেই।’ গতকাল রাজীব ব্যানার্জি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘কথায় কথায় দিল্লি বা ৩৫৬ ধারা কথা বললে বাংলার মানুষ ভালো চোখে দেখবে না। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত একটা সরকার এসেছে। এখন ইয়াস বিধ্বস্ত বাংলার মানুষের পাশে সকলের থাকা উচিত।’ এই টুইট নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। তবে তৃণমূলের তরফে আজ সকালে ডোমজুড়ের সলপ বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাজীব ব্যানার্জিকে উদ্দেশ্য করে পোস্টার দেয়। পোস্টারে লেখা আছে, ‘মিরজাফর, গদ্দার, বেইমানদের এই ডোমজুড় কেন্দ্রে কোন ঠাঁই নেই।’ এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে, নিচুতলার কর্মীরা কোনও ভাবেই দলত্যাগীদের ফিরিয়ে আনার ক্ষেত্রে নারাজ।