বাংলার সফর শেষ করে এদিনই দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে ৭ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দলের। তার আগে অবশ্য এদিন দুপুরে তাঁরা নবান্নে এসে রাজ্যের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করবেন। সেখানেই ঘূর্ণিঝড় যশ কবলিত বাংলার পূর্ণাঙ্গ তথ্য রাজ্য সরকারের কাছ থেকে তাঁরা হাতে পাবেন ও সেই সম্পর্কে আলোচনাও হবে। তবে সেই বৈঠকের আগেই কেন্দ্রীয় প্রতিনিধিদল এটা মেনে নিয়েছেন যে যশের জেরে বাংলায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। এরপরেই রয়েছে দক্ষিন ২৪ পরগনা জেলার ঘোড়ামারা দ্বীপ ও মৌসুনি দ্বীপ। গত সোমবার কেন্দ্রীয় প্রতিনিধিদল দুই ভাগে ভাগ হয়ে দক্ষিন ২৪ পরগনা জেলার যশ কবলিত এলাকা পরিদর্শন করেন। গতকাল তাঁরাই ঘুরে দেখেন পূর্ব মেদিনীপুর জেলার ক্ষতিগ্রস্থ এলাকা। দুই জেলাতেই তাঁরা কথা বললেন স্থানীয়দের সঙ্গে।
উল্লেখ্য এর আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যশের জেরে বাংলায় প্রায় ২০ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এদিন নবান্নে রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি দলের যে বৈঠক থাকছে সেখানেই কার্যত আঁচ মিলবে কেন্দ্র ঠিক কতটাকা সাহায্য করেত পারে। কার্যত এদিনের বৈঠকের ওপরই ভিত্তি করে রিপোর্ট জমা পড়বে কেন্দ্রের কাছে।