আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। এরাজ্যে বিরোধী দলের ভূমিকা কী হবে সেই নিয়ে পরামর্শ নেওয়ার কথা শুভেন্দু। পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা হওয়ার কথা প্রধানমন্ত্রীর সঙ্গে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠকের পর আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু। রাজ্যে ভোট-পরবর্তী হিংসা নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা। আর অর্জুন সিং, নিশীথ প্রামাণিক এবং সৌমিত্র খাঁয়ের এই দিল্লি যাত্রা নিয়ে ফের শুরু হয়েছে জল্পনা। কিন্তু কেন তাঁরা দিল্লি গেলেন, তা নিয়ে নানা প্রশ্ন ঘুরছে বিজেপি-র অন্দরে।কিন্তু কেন তাঁরা দিল্লি গেলেন, তা নিয়ে নানা প্রশ্ন ঘুরছে বিজেপি-র অন্দরে। কারণ ওই তিন সাংসদের দিল্লি যাত্রা নিয়েও কিছুই জানা নেই রাজ্য নেতাদের। কাকতালীয় ভাবে শুভেন্দু দিল্লিতে থাকাকালীন সেখানে গিয়েছেন রাজ্য বিজেপি-র ‘বিক্ষুব্ধ নেতা’ তথাগত রায়। মঙ্গলবার তিনিও নড্ডার সঙ্গে বৈঠক করেছেন।কিন্তু কেন তাঁরা দিল্লি গেলেন, তা নিয়ে নানা প্রশ্ন ঘুরছে বিজেপি-র অন্দরে। কারণ ওই তিন সাংসদের দিল্লি যাত্রা নিয়েও কিছুই জানা নেই রাজ্য নেতাদের। কাকতালীয় ভাবে শুভেন্দু দিল্লিতে থাকাকালীন সেখানে গিয়েছেন রাজ্য বিজেপি-র ‘বিক্ষুব্ধ নেতা’ তথাগত রায়। মঙ্গলবার তিনিও নড্ডার সঙ্গে বৈঠক করেছেন। যদিও শুভেন্দু অধিকারীর দিল্লি যাত্রা নিজেকে বাঁচাতেই বলে কটাক্ষ করেছে শাসক দল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ টুইটারে লিখেছেন, ‘দিল্লিতে যিনি দুয়ারে দুয়ারে ঘুরছেন, তাঁর এটা আত্মরক্ষার সফর। স্পিকার যাতে সিবিআইকে গ্রেফতারের অনুমতি না দেন বা আগাম জামিনে সিবিআই যাতে সাহায্য করে, এইসব লবিবাজির মরিয়া চেষ্টা।’