কোভিড যোদ্ধার স্বীকৃতি পেতে এবার আদালতের দ্বারস্থ পাইলটেরাকোভিডের দ্বিতীয় ঢেউয়ের বলি হয়েছেন ১৩ জন পাইলট, অথচ কোভিড যোদ্ধার স্বীকৃতি এবং ডাক্তার-নার্সদের মতো সুযোগ সুবিধে পান না তাঁরা। এবার তাই কোভিড যোদ্ধার স্বীকৃতি পেতে আদালতের দ্বারস্থ হলেন পাইলটেরা। ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটসের তরফে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কর্তৃপক্ষ। দাবি, প্রথম সারির কোভিড যোদ্ধাদর স্বীকৃতি দিতে হবে দেশের বিমান চালকদের। চিকিৎসক, স্বাস্থ্য কর্মীরা কোভিড সংক্রান্ত যে সুযোগ সুবিধা পান, সেগুলি দিতে হবে তাঁদেরও। সংস্থার তরফে এও জানানো হয়েছে, কোভিড পর্বের সূচনা থেকে এখনও পর্যন্ত ভাইরাসে মৃত্যু হয়েছে ১৭ জন বিমান চালকের।তার মধ্যে শুধুমাত্র গত ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ জনের। অর্থাৎ করোনার দ্বিতীয় ঢেউই পাইলটদের প্রাণ কেড়েছে বেশি। পাইলটদের সংগঠনের তরফে জানানো হয়েছে, করোনাতে কোনও পাইলট মারা গেলে তাঁদের সাহায্যের কোনও নিয়ম এখনও পর্যন্ত নেই। কোনও বিমাও নেই। পাইলটরা দেশের জন্য কাজ করছেন নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই। অথচ, তার কোনও স্বীকৃতি নেই।