উদ্ধার ৭ লক্ষ টাকা নগদ, ৫টি আগ্নেয়াস্ত্র এবং ৮৯ রাউন্ড গুলি
সাপুরজি আবাসনের বি ব্লকের ভিতরে পঞ্জাবের দুষ্কৃতী তাণ্ডব ৷ দফায় দফায় চলল গুলি ৷ এসটিএফ ও দুষ্কৃতীদের গুলির লড়াইয়ে নিহত দুই দুষ্কৃতী ৷ ঘটনায় আহত হন এক পুলিশ অফিসার ৷ আহত এসটিএফ অফিসার কার্তিক মোহন ঘোষ বর্তমানে সল্টলেকের এএমআরআই হাসপাতালে চিকিত্সাধীন। হাসপাতাল সূত্রে খবর, যেহেতু ওপর থেকে গুলি চালানো হয়েছে, তাই তাঁর কাঁধের ওপরের অংশে গুলি লাগে। শরীরের মধ্যে এখনও অবধি কোনও বুলেট নেই বলেই প্রাথমিক চিকিত্সার পর মনে করা হচ্ছে। ঘটনার সূত্রপাত, বেশ কয়েকদিন ধরে নিউটাউনে দুষ্কৃতীরা ছিল বলে সূত্র মারফৎ খবর পায় পুলিশ ৷ সেই মত আজ লালবাজার পুলিশ ও এসটিএফ তল্লাশি শুরু করে ৷ সূত্রের খবর, আজ আবাসনের নীচে লুকিয়ে ছিল ওই ২ পঞ্জাবের দুষ্কৃতী। তাদের গ্রেফতার করার জন্য পুলিশ গেলেই শুরু হয় গুলির লড়াই। তখনই এসটিএফকে লক্ষ করে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ নিহত দুই দুষ্কৃতী জয়পাল ভুল্লার ও যশপ্রীত জস্সি পঞ্জাবের মোস্ট ওয়ান্টেড বলে জানা গিয়েছে ৷ এই রাজ্যে আগ্নেয়াস্ত্র পাচারের কাজে তারা যুক্ত ছিল বলে খবর ৷ সম্প্রতি দুই পুলিশ আধিকারিক খুনে অভিযুক্ত ওই দুই গ্যাংস্টার পালিয়ে বেড়াচ্ছিল। এছাড়াও একাধিক লুটপাট, ডাকাতি ও খুনের চেষ্টার অভিযোগ ছিল ওই ২জনের বিরুদ্ধে। জয়পাল ওরফে মনজিত্ সিংহের নামে ১০ লক্ষ টাকা এবং অন্য দুষ্কৃতী যশপ্রীতের নামে ৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল পঞ্জাব পুলিশ। পঞ্জাব, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, রাজস্থানে খুন, তোলাবাজি, অপহরণ, ডাকাতি এবং পাচার-সহ ৪৫টিরও বেশি মামলা ঝুলছে জয়পালের নামে।জয়পালের বাবা পঞ্জাব পুলিশের অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর। গত ৫ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল জয়পাল। তার গতিবিধি পুলিশও টের পাচ্ছিল না। কারণ সে মোবাইল ফোন ব্যবহার প্রায় করতই না। সম্প্রতি জয়পালের দুই ঘনিষ্ঠ সহযোগীকে মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ। ওই দুই সহযোগীর বিরুদ্ধে দুই এএসআই-কে হত্যার অভিযোগ রয়েছে। তাদের জেরা করে জয়পালের গতিবিধি জানার চেষ্টা করে। এর পরই নিউটাউনের শাপুরজি আবাসনে জয়পালের খোঁজ পায় পুলিশ। একটি মাদক মামলার তদন্তে জয়পালের নাম উঠে আসতেই তার খোঁজ করতে বুধবার সাপুরজি আবাসনে গিয়েছিল পুলিশ। পঞ্জাব পুলিশের থেকে কলকাতা পুলিশ জানতে পারে, জয়পাল অস্ত্র এবং মাদক ব্যবসায় জড়িত। পুলিশকে দেখেই গুলি ছুড়তে শুরু করে জয়পাল এবং যশপ্রীত। পাল্টা গুলি চালায় পুলিশও। সেই সংঘর্ষেই ২ দুষ্কৃতী নিহত হয়। এদিন নিহতদের কাছ থাকে উদ্ধার হয়েছে ৭ লক্ষ টাকা নগদ, ৫টি আগ্নেয়াস্ত্র এবং ৮৯ রাউন্ড গুলি।