কলকাতা

অবশেষে ‘ঘর ওয়াপসি’, দুপুর ২টোয় মমতার কাছে মুকুল-শুভ্রাংশু!

সূত্রের খবর, আজই সপুত্র মুকুল যাচ্ছেন তৃণমূল ভবনে। আজ দুপুর ২টো থেকে আড়াইটের মধ্যে তৃণমূলে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ফিরতে চলেছেন মুকুল রায়। আজ দুপুর ৩টে ৩০মিনিট নাগাদ মুকুল রায়কে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রথম সারির নেতাদের উপস্থিতিতে মুকুল এবং শুভ্রাংশুর রায়ে তৃণমূলে যোগ দেওয়ার কথা। সেখান থেকেই ঘোষণা হবে তাঁর ‘ঘর ওয়াপসি’র কথা। আজই পুত্র শুভ্রাংশু সহ ঘনিষ্ঠদের নিয়ে একটি বৈঠক করেন মুকুল। সেখানেই তাঁর সিদ্ধান্ত এবং ভবিষ্যত্‍ কর্মপন্থা নিয়ে আলোচনা করেছেন তিনি। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই মুকুল বিজেপি-র থেকে দূরত্ব বাড়াচ্ছিলেন। দলের বৈঠকেও যাননি। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ভোটে দাঁড়িয়েছিলেন বটে। কিন্তু তা-ও খানিকটা অনীহা নিয়েই। ভোটের আগে এবং পরে তাঁকে কোনও সাংগঠনিক ভূমিকায় সে ভাবে দেখাও যায়নি। ভোট পর্ব মিটতে শুভেন্দু অধিকারীর বিজেপিতে উত্থান হয়েছে। কিন্তু মুকুল রায়কে বিজেপি যেন খাঁদের ধারের ঠেলে দিয়েছে। সস্ত্রীক তিনি অসুস্থ হলে কেউ যোগাযোগ রাখেনি বিজেপির। অথচ সৌজন্যে দেখিয়েছে তৃণমূলই। মমতা-অভিষেক দুজনেই নিয়মিত খোঁজ খবর রেখেছেন, ক্রমে বরফ গলেছে। এরই মাঝে শুভ্রাংশু ফেসবুকে আত্মসমালোচনা তত্ত্ব ফেসবুক তুলে ধরে বুঝিয়ে দিয়েছিলেন তিনি তৃণমূলের পথেই পা বাড়িয়ে।