দেশ

মুম্বইতে শরদ পওয়ারের সঙ্গে বৈঠক প্রশান্ত কিশোরের

শুক্রবারের দুপুরে শরদ পাওয়ারের বাসভবনে মধ্যাহ্নভোজন সারলেন পিকে।  জাতীয় কংগ্রেসের পার্টির (এনসিপি) প্রধানের সঙ্গে তাঁর সাক্ষাত্‍কার কি নিছক দ্বৈপ্রাহরিক আহার নাকি অন্য কোনও সমীকরণও রয়েছে রে মধ্যে, এ নিয়ে এখন সড়গরম জাতীয় রাজনীতি।  মুম্বইয়ে শরদের বাসভবনে ২ জনের এই বৈঠক ফের উস্কে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আগামী লোকসভা ভোটে বিজেপি-বিরোধী জোটের জল্পনা। বিধানসভা ভোটে তৃণমূলের বিপুল জয়ের পর মমতা জানিয়েছিলেন, জাতীয় স্তরে বিজেপি-বিরোধী লড়াই জোরদার করতে পরামর্শদাতাদের সাহায্য নেওয়া হবে। বিধানসভা ভোটে তৃণমূলের বিপুল জয়ের নেপথ্যে থাকা ভোটকুশলী প্রশান্তকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে দলের একটি সূত্রে জানা গিয়েছিল। যদিও রাজনৈতিক মহলের অভিমত এই মুখোমুখি হওয়ার পিছনে রয়েছে ‘মিশন ২০২৪’। অর্থাত্‍ ২০২৪ লোকসভা ভোট। এদিনের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে মনে করা হচ্ছে আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানানোর জন্য জোট গঠন।