শুক্রবার বিকেলে তৃণমূলে যোগ দিয়েছেন সপুত্র মুকুল রায়। আর তার ২৪ ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দিলেন তিনি।তবে তাঁকে জেড প্লাস নিরাপত্তা দেবে রাজ্য।তাঁর ছেলে শুভ্রাংশু পাবেন ওয়াই প্লাস নিরাপত্তা। শনিবার কাঁচড়াপাড়ার বাড়ি থেকে বেরনোর সময়ই সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন স্বয়ং মুকুল রায়। বিজেপি ছাড়ার পরই ওই দিন বিকেল থেকেই এই তৃণমূল নেতার কাঁচড়াপাড়া ও সল্টলেকের বাড়ির সামনে রাজ্য পুলিশের কর্মীদের থাকতে দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে মুকুল রায় জানান, কেন্দ্রীয় নিরাপত্তা এতদিন পেতেন। তা ছেড়ে দিয়েছি। কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়ার বিষয়ে চিঠিও দেওয়া হয়ে গিয়েছে। এদিন সকালে কাঁচরাপাড়ার বাড়ির থেকে সল্টলেকের বাড়িতে আসেন তিনি। সেখানেও দেখা যায় রাজ্য পুলিশের আধিকারিকদের।মোতায়েন রয়েছে রাজ্য পুলিশের এএসআই, কনস্টেবলরা। তবে সল্টলেকের বাড়ির বাইরে কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরাও রয়েছেন। কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকের কথায়, মুকুল রায়ের নিরাপত্তায় আমাদের থাকতে হবে না এমন নির্দেশ এখনও আমরা পাইনি। তাই কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা এবং জওয়ানরা এখনও মুকুল রায়ের সল্টলেকের বাড়ির সামনে রয়েছেন। এদিন মুকুল রায় কাঁচরাপাড়া থেকে যখন কলকাতায় আসেন তখন রাজ্য পুলিশের বাহিনী যেমন ছিল তাঁর সঙ্গে। ঠিক তেমনি কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরাও মুকুল রায়ের কনভয়ে ছিলেন।