প্রয়াত হলেন পার্থ চট্টোপাধ্যায়ের মা শিবানী চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৯১ বছর। বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। রবিবার দুপুরে প্রয়াত হন। খবর পেয়েই পার্থবাবুর নাকতলার বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিক সমস্যায় ভুগছিলেন শিবানীদেবী। রবিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ প্রয়াণ হয় তাঁর। খবর পেয়েই ৫টা নাগাদ পার্থবাবুর নাকতলার বাড়িতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পার্থবাবু ও তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। এরপরই সেখানে পৌঁছন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাংসদ মালা রায়। এরপর একে একে অন্যান্যরাও পৌঁছন সেখানে। এরইমধ্যে হন্তদন্ত হয়ে সেই বাড়িতে ঢুকতে দেখা যায় বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে। ১০ মিনিট মত সেখানে ছিলেন রাজীব। বেরোনোর সময় বলে গেলেন, “আজ কোনও কথা নয়।” কুনাল ঘোষের বাড়িতে আগেই গিয়েছিলেন, এবার পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলা বাড়িতে হাজির হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মাকে হারিয়েছেন তৃণমূল মহাসচিব। সেই কারণেই নিছক সৌজন্যের খাতিরেই এই সাক্ষাৎ বলে জানাচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠমহল। তবে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, ক্রমান্বয়ে এই ধরনের সাক্ষাতে দুরত্বটুকু কমলেও কমতে পারে।