বিভিন্ন রাজ্যে শুরু হচ্ছে রাশিয়ার তৈরি স্পুটনিক ভি-র টিকাকরণ। মঙ্গলবার থেকে দিল্লিবাসী এই টিকা নিতে পারবেন বলেই জানানো হয়েছে স্পুটনিক ভি প্রস্তুতকারক সংস্থার তরফ থেকে। দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে ১৫ জুন থেকে এই টিকা পাবেন সকলে। অবশ্যই কেন্দ্রের বেঁধে দেওয়া নির্দিষ্ট মূল্যের বিনিময়েই পাবেন সেই টিকা। রবিবার একটি টুইট করে ঘোষণা করা হয় সংস্থার পক্ষ থেকে। দিল্লির আগে হায়দরাবাদ, বিশাখাপত্তনমে চালু হয়েছিল স্পুটনিক ভি-র টিকাকরণ। সম্প্রতি বেসরকারি হাসপাতালে বিভিন্ন টিকার দাম বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। হাসপাতালের সমস্ত কর এবং খরচ সহ স্পুটনিক ভি-র দাম ধার্য করা হয়েছে ১১৪৫ টাকা। একইসঙ্গে ঘোষণা করা হয়েছে, সার্ভিস চার্জ হিসেবে ১৫০ টাকার বেশি নেওয়া চলবে না। অন্যদিকে সরকারি হাসপাতালে বিনামূল্যে মিলবে এই টিকা। ভারতে প্রথম হায়দরাবাদে ১৭ মে এই টিকাকরণ শুরু করা হয়েছিল। ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজ ও অ্যাপোলো হাসপাতালের মিলিত উদ্যোগে সেই রাজ্যে স্পুটনিক ভি টিকার ডোজ পেয়েছিলেন বহু মানুষ।