কলকাতাঃ আগামী ১ জুলাই পর্যন্ত বজায় থাকবে এই কার্যত লকডাউন। তবে এবারের বিঁধি নিষেধে ছাড় দিয়েছে কিছুটা। যেমন ২৫ শতাংশ কর্মী নিয়ে চলবে সরকারি-বেসরকারি অফিস। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে অফিস। বন্ধ থাকছে বাস, ট্রেন, মেট্রো। স্টাফ স্পেশ্যাল ট্রেন চালু থাকবে। শুরুমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে ট্যাক্সি, প্রাইভেট গাড়ি, অটোতে ছাড় দেওয়া হয়েছে। বাজার খুলবে সকাল ৭ টা থেকে বেলা ১১ টা অবধি। অন্যান্য দোকান খোলা থাকবে বেলা ১২ টা থেকে ৬ টা পর্যন্ত। রেস্তোরাঁ, হোটেল খোলা থাকবে বেলা ১২ টা থেকে ৮ টা পর্যন্ত। ৫০ শতাংশ গ্রাহকে ছাড়। তবে প্রত্যেক কর্মীকে করোনার টিকা দেওয়ার ব্যবস্থা করাতে হবে মালিককে। হোম ডেলিভারিতে জোর দিতে বলা হয়েছে। ৫০ জনকে নিয়ে আউটডোর ও ইনডোর শুটিং শুরু করা যাবে। তবে মানতে হবে কোভিডবিধি। মাস্ক ও টিকা বাধ্যতামূলক। পার্কে ঢোকার অনুমতি মিলবে টিকাপ্রাপ্ত হলেই, প্রাতর্ভ্রমণের অনুমতি মিলবে টিকাপ্রাপ্ত হলে। সকাল ১০টা থেকে ২টো পর্যন্ত খোলা থাকবে ব্যাংক। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হতে পারে। তবে বন্ধ থাকছে জিম, স্পা, সিনেমা হল, সুইমিং পুল। জরুরি পরিষেবা ছাড়া বাড়ির বাইরে না বেরোতে পরামর্শ। রাত ৯ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত কড়া বিঁধি নিষেধ থাকবে। ওইসময় বাড়ির বাইরে বেরোনো যাবে না। ৩০ শতাংশ ক্রেতা নিয়ে দুপুর ১২ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল। ৫০ জন নিয়ে বিয়েবাড়ি ও ২০ জন নিয়ে সত্কারের কাজ সারতে হবে। সমস্ত ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
একনজরে দেখে নেওয়া যাক আগামী ১ জুলাই পর্যন্ত রাজ্যে বিধিনিষেধ গুলি –
🔴 বন্ধ থাকবে লোকাল ট্রেন, মেট্রো , জলযান ও বাস পরিষেবা।। স্টাফ স্পেশ্যাল ট্রেন চালু থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবার (রোগীর পরিষেবায়) ক্ষেত্রে ট্যাক্সি, প্রাইভেট গাড়ি, অটোতে ছাড় দেওয়া হয়েছে।
🔴 ২৫ শতাংশ কর্মী নিয়ে চালু থাকবে সমস্ত সরকারি অফিস।
🔴 সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকবে বেসরকারি অফিস। ২৫ শতাংশের বেশি কর্মী থাকবে না। কর্মীদের জন্য পরিবহণের ব্যবস্থা করতে হবে অফিস কর্তৃপক্ষকে। অ্যাপের মাধ্যমে পুলিসের কাছ থেকে নিতে হবে ই-পাস।
🔴 প্রাতঃভ্রমণের জন্য সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত খোলা থাকবে পার্ক। পার্কে ঢোকার অনুমতি মিলবে টিকাপ্রাপ্ত হলেই, প্রাতর্ভ্রমণের অনুমতি মিলবে টিকাপ্রাপ্ত হলে।
🔴 বাজার-হাট, খুচরো দোকান খোলা থাকবে ৭টা থেকে ১১টা পর্যন্ত। সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত অন্যান্য দোকান খোলা রাখা যাবে।
🔴 রেস্তোরাঁ, হোটেল ও পানশালা খোলা থাকবে দুপুর ১২টা থেকে রাত ৮টা। তবে ৫০ শতাংশ আসন রাখতে হবে।
🔴 শপিংমলের ভিতরে খুচরো দোকানগুলি সকাল ১১টা থেকে ৬টা পর্যন্ত খোলা রাখার অনুমতি। তবে ২৫ শতাংশের বেশি কর্মী রাখা যাবে না। নির্দিষ্ট সময়ে ৩০ শতাংশের বেশি ক্রেতা ঢুকতে দেওয়া যাবে না।
🔴 দর্শক ছাড়া স্টেডিয়াম ও স্পোর্টস ক্লাবে খেলাধুলো হতে পারে।
🔴 ৫০ জনকে নিয়ে আউটডোর ও ইনডোর শুটিং শুরু করা যাবে। তবে মানতে হবে কোভিডবিধি। মাস্ক ও টিকা বাধ্যতামূলক।
🔴 স্কুল-কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও অঙ্গনওয়াড়ি বন্ধ থাকবে।
🔴 সাংস্কৃতিক, বিনোদন অনুষ্ঠানের জন্য ভিড় করা যাবে না।
🔴 বন্ধ থাকছে বিউটিপার্লার, স্পা ও জিম।
🔴 বিবাহ ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে ৫০জনের বেশি অতিথিকে অনুমতি নয়।
🔴 রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত যান চলাচল ও সমস্ত কিছু বন্ধ থাকবে। ওইসময় বাড়ির বাইরে বেরোনো যাবে না। ছাড় অত্যবশ্যকীয় পরিষেবাকে।