আগামী ৩০ জুন পর্যন্ত নতুন করে লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যদিও পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়ও। এবার এই নির্দেশিকাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেতা তথাগত রায়। নাম না করে ইতিহাসের ‘পাগল রাজা’ মহম্মদ বিন তুঘলকের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী তুলনা করলেন তিনি। আজ সকালে টুইটারে নিজের ক্ষোভ উগরে দেন তথাগত। ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল লেখেন, ‘মুখ্যমন্ত্রী লকডাউনে ‘ছাড়’ দেওয়ার ঘোষণা করেছেন। বাজার-হাট খোলা থাকবে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত। বাকি দোকান আর শপিং মল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। বেসরকারি অফিসকাছারিও সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা। কিন্তু গণপরিবহণ বন্ধ। রোগী নিয়ে যাওয়া-আসা ছাড়া কোনও বাস, ট্রাম, মেট্রো, লোকাল ট্রেন, ট্যাক্সি, অটো কিছু চলবে না।’ এরপরই মমতার নাম না করেই তিনি পোস্টের তলায় হ্যাশট্যাগ দিয়ে লেখেন ‘মহম্মদ বিন তুঘলক’। ইতিহাসে দেশ চালানোর সময় একাধিক হঠকারী যুক্তিহীন সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচিত মহম্মদ বিন তুঘলক। নিজের জীবদ্দশাতেই এর জন্য বহু সমালোচিত হয়েছিলেন তিনি। তারপর তাঁর উদাহরণ মিথে পরিণত হয়েছে। প্রশাসকের অযৌক্তিক সিদ্ধান্তের নজির সামনে এলেই ‘পাগল রাজা’র দৃষ্টান্ত উঠে আসে। এদিনও সেই পথেই হেঁটেছেন তথাগত রায়।