দেশ

প্রতিবাদ আর সন্ত্রাসবাদ এক জিনিস নয়, তাই বিক্ষোভ দেখানোটা সন্ত্রাসবাদী কার্যকলাপ নয়ঃ দিল্লি হাইকোর্ট

সংবিধান স্বীকৃত প্রতিবাদের অধিকার’’ এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ এক জিনিস নয়। অর্থাৎ বিক্ষোভ দেখানোটা সন্ত্রাসবাদী কার্যকলাপ নয়। মঙ্গলবার তার পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছে দিল্লি হাইকোর্ট৷ এদিন দিল্লি দাঙ্গা মামলায় ধৃত তিন প্রতিবাদীর জামিন মঞ্জুর করার সময় এই মন্তব্য করে আদালত ৷ গত বছরের গোড়ার দিকে হিংসা ছড়ায় রাজধানী দিল্লিতে ৷ সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এই তিন প্রতিবাদীকে গ্রেফতার করা হয় ৷ তারপর থেকে এক বছরেরও বেশি সময় ধরে বন্দি ছিলেন তাঁরা ৷ সূত্রের খবর, বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ করাতেই গ্রেফতার করা হয়েছিল এই ৩জনকে ৷ ধৃতদের মধ্যে নতাশা নারওয়াল এবং দেবাঙ্গনা কালিতা পিঞ্জরা তোড় নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত ৷ যারা মূলত নারীর অধিকার রক্ষা নিয়ে কাজ করে ৷ অপর ধৃত আসিফ ইকবাল তনহা জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্র ৷ গত বছরের মে মাসে তাঁদের গ্রেফতার করা হয় ৷ কঠোর বেআইনি কার্যকলাপ (বিরোধী) আইনের আওতায় তাঁদের গ্রেফতার করা হয় ৷ এবং এর আগে এই তিনজনেরই জামিনের আবেদন নাকচ করে দেয় নিম্ন আদালত ৷ মঙ্গলবার নিম্ন আদালতের সেই রায়ের সঙ্গে সহমত হয়নি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ বিচারপতি সিদ্ধার্থ মৃদুল এবং বিচারপতি অনুপ জয়রাম ভাম্ভানি তিন আবেদনকারীরই জামিনের আবেদন মঞ্জুর করেন ৷ তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড ও সিওরিটির বিনিময়ে জামিন দেওয়া হয় ৷ বদলে তিনজনকেই তাঁদের পাসপোর্ট জমা রাখতে হয়েছে ৷ একইসঙ্গে আদালতের নির্দেশ, জামিনে ছাড়া পাওয়ার পর তাঁর কোনও বেআইনি কাজে যুক্ত হতে পারবেন না এবং তদন্তেও পূর্ণ সহযোগিতা করতে হবে ৷

এদিনের শুনানি চলাকালীন আদালত তার পর্যবেক্ষণে বলে, ‘‘মনে হচ্ছে, মতবিরোধকে চেপে দেওয়ার যে উদ্বেগ রাষ্ট্রের মানসিকতায় রয়েছে, তাতে সংবিধান স্বীকৃত প্রতিবাদের অধিকার এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের মধ্যেকার সীমারেখা ঝাপসা হয়ে যাচ্ছে ৷ যদি এই ধরনের মানসিকতা ক্রমশ বাড়তে থাকে, তাহলে তা গণতন্ত্রের জন্য দুঃখের ৷’’