কলকাতা

বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্র! তাই ৭০ কোটি টাকা ফেরত চেয়ে টিকা উত্‍পাদক সংস্থাকে চিঠি রাজ্য সরকারের

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে মমতার সরকার রাজ্যবাসীকে বিনামূল্যে করোনা প্রতিষেধক দেওয়ার জন্য ভ্যাকসিন কিনছিল। সেই মতো বিভিন্ন টিকা উত্‍পাদক সংস্থাকে অগ্রিম টাকাও দেয় রাজ্য সরকার। ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের দেওয়ার জন্য প্রায় ৫ কোটি টিকা কেনার পরিকল্পনা নেয় রাজ্য। কিন্তু কেন্দ্রীয় সরকার ঘোষণা করে বিনামূল্যে সমস্ত রাজ্যে টিকা দেওয়া হবে। আর এই ঘোষণার পর থেকেই রাজ্য সরকারের তরফে টাকা ফেরত চেয়ে উত্‍পাদক সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে। অগ্রিম অর্থ যাতে দ্রুত ফিরে পাওয়া যায় সেই চেষ্টাই চলছে এখন। কিন্তু করোনা টিকা উত্‍পাদক সংস্থার কাছ থেকে এখনও কোনও উত্তর আসেনি। কবে টাকা ফেরত পাওয়া যাবে সেবিষয়ে কোনও তথ্য এখনও নেই রাজ্যের কাছে। প্রায় ৭০ কোটি টাকা অগ্রিম দেওয়া হয়ে গিয়েছে উত্‍পাদক সংস্থাগুলিকে। সেই টাকা ফেরত না পাওয়া গেলে যথেষ্ট ক্ষতির মুখে পড়বে রাজ্য সরকার। এমনিতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের কোষাগারে পর্যাপ্ত অর্থ নেই , কেন্দ্রীয় সাহায্যের প্রয়োজন রয়েছে।