রাতভর প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতার বহু জায়গা। প্রবল বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা ছ-ডিগ্রি কমেছে এক লাফে। গতকাল সারাদিনই প্রবল বৃষ্টির সাক্ষী থেকেছে কলকাতা সহ গোটা বাংলা। আজ সকাল থেকেই মেঘলা আকাশ, সেই সঙ্গে লাগাতার বৃষ্টি। কখনো জোরে কখনো আসতে। তবে ঘণ্টাদুয়েকের মধ্যে ফের তেড়ে বৃষ্টি নামতে পারে বলেই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতা সহ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং বাঁকুড়াতে বজ্রবিদ্যুত্ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমানেও। সেইসঙ্গে থাকবে ঝোড়ো হাওয়াও। হাওয়া অফিসের তরফে ইতিমধ্যেই উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। এখনই বৃষ্টি কমবে না বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামী ২৪ ঘণ্টার রাজ্যের বিভিন্ন অংশে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ৫ জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিনভর মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। শুক্রবার থেকে শহরের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে এই সপ্তাহ জুড়ে প্রবল বৃষ্টিপাত চলবে। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রাজ্যের একাধিক জেলা। জলমগ্ন হয়েছে কলকাতার একাধিক অংশ। জল জমেছে সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, পার্ক সার্কাস, বেহালা, যাদবপুরের বিস্তীর্ণ এলাকা। কলকাতা পুরসভার তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, একাধিক লকগেট খুলে দেওয়া হয়েছে। দ্রুত জল নেমে যাবে। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি হওয়ায় দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার অনেকাংশে জল জমে গিয়েছে। জল জমেছে রাজপুর-সোনারপুর পুরসভায় অঞ্চলের বেশির ভাগ অংশে। জেলা থেকে খবর পাওয়া গিয়েছে বাঁকুড়ার উপর দিয়ে বয়ে চলা নদীগুলি ফুঁসছে বৃষ্টির দাপটে। গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শিলাবতী, কংসাবতী নদীর জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে।