রাজ্যে বেশ কিছু স্পেশাল ট্রেন চললেও এখনই চলবে না ইন্টারসিটি এক্সপ্রেস। আপাতত ৩০ জুন অবধি রাজ্যে বিধিনিষেধ জারি রয়েছে। তাই বন্ধ রয়েছে মেট্রো এবং লোকাল ট্রেন পরিষেবা। তার মধ্যেই পূর্ব রেল বেশ কিছু দূরপাল্লার/এক্সপ্রেস স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানিয়ে দিয়েছে যাত্রীদের। আজ বৃহস্পতিবার থেকে চলতে পারে হাওড়া–রাঁচি শতাব্দী স্পেশাল (আপ ও ডাউন), শিয়ালদহ–নিউ জলপাইগুড়ি স্পেশাল (আপ ও ডাউন), কলকাতা–বালুরঘাট স্পেশাল (আপ ও ডাউন), কলকাতা–হলদিবাড়ি স্পেশাল (আপ ও ডাউন), হাওড়া–কাটিহার স্পেশাল (আপ ও ডাউন), শিয়ালদহ ও হাওড়া–নয়াদিল্লি এসি স্পেশাল, হাওড়া ও শিয়ালদহ–বিকানির স্পেশাল, হাওড়া–দেরাদুন স্পেশাল, হাওড়া–যোগনগরি ঋষিকেশ স্পেশাল, হাওড়া–লালকুয়া স্পেশাল, হাওড়া–ভোপাল স্পেশাল, হাওড়া–গুয়াহাটি স্পেশাল, হাওড়া–আগরতলা স্পেশাল, শিয়ালদহ–আলিপুরদুয়ার এবং নিউ আলিপুরদুয়ার স্পেশাল, হাওড়া–রক্সৌল স্পেশাল, শিয়ালদহ–বালিয়া স্পেশাল, শিয়ালদহ–জয়নগর স্পেশাল। পূর্ব রেল স্পেশাল ট্রেনগুলি চালালেও লোকাল কিংবা মেট্রো পরিষেবা কবে থেকে শুরু হবে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। যেহেতু ৩০ তারিখ পর্যন্ত চলবে বিধিনিষেধ। তাই রাজ্যের মধ্যে চলতে থাকা এক্সপ্রেস ট্রেনগুলি আপাতত চলবে না। আর করোনা আবহে ট্রেন চললেও তাতে সাধারণ শ্রেণীর কামরা থাকবে না। পুরোপুরি সংরক্ষিত কামরায় যাতায়াত করতে হবে যাত্রীদের। আজ থেকেই বিভিন্ন স্টেশনে জোরদার হবে আরপিএফের চেকিং। বিনা অনুমতিতে স্টাফ স্পেশালে উঠলে নেওয়া হবে ব্যবস্থা।