টানা বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রাম জেলার বহু এলাকা। ঝাড়গ্রাম জেলা সদর থেকে বেশ কয়েকটি জায়গা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জেলার মূল ৩টি নদী সুবর্ণরেখা, ডুলুং, কংসাবতী নদীতে জল বেড়েছে। এরপর যদি বাঁধগুলো থেকে জল ছাড়া হয়, তাহলে বন্যার আশঙ্কা রয়েছে। ডুলুং নদীতে জল বেড়ে যাওয়ায় ঝাড়গ্রাম জেলা সদরের সঙ্গে চিল্কিগড়, জামবনির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে গত দু’দিন ধরে। অপরদিকে বড়ামারা সেতুর ওপর জল উঠে গিয়েছে। এর ফলে গোয়ালমারা, মহাপাল, পেটবিন্ধি, কালিঞ্জা, রগড়া সহ একাধিক গ্ৰামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। মুষলধারে বৃষ্টিপাতের জেরে জল বেড়েছে সুবর্ণরেখা নদীতে। এর পর জল বাড়লে গোপীবল্লভপুর ১ ব্লকের আলমপুর, জেনাঘাঁটি সহ একাধিক গ্ৰামে জলে ঢুকে যাওয়ার আশঙ্কা। গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের মানুষজনের আশঙ্কা, বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হলে সুবর্ণরেখা নদীতে বন্যা দেখা দিতে পারে। আর তার জেরে সুবর্ণরেখা তীরবর্তী চোরচিতা গ্রাম সহ বাঁশঝড়া, ভামাল, হাতিপাতা ইত্যাদি গ্রামগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা। অপরদিকে বেলপাহাড়ি শিলদার মধ্য দিয়ে প্রবাহিত তারাফেনি নদীতেও জল বেড়েছে।