কলকাতা

আমার কিছুই বলার নেই, সবাই যা বলছে সেটাই আমার কথা, বাচ্চা ছেলে হলে বোঝানো যেত, রাজ্যপালকে কটাক্ষ মমতার

কিছুদিন আগে বিজেপি বিধায়কদের নিয়ে রাজভবনে আলোচনা করেন জগদীপ ধনকড়। আর তারপরেই দিল্লিতে গিয়ে কখনও কয়লা মন্ত্রী, কখনও সংস্কৃতি মন্ত্রী আবার কখনও মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনের বাড়ি যাচ্ছেন। আজ শাহ ও মোদির সঙ্গে সাক্ষাত্‍ করবেন, কিন্তু তাঁর এই সফর নিয়ে বিরক্ত রাজ্যের শাসকদল। জগদীপ ধনকড়-এর এই দিল্লি যাত্রা নিয়ে মুখ্যমন্ত্রীকে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে তিনি বিরক্তি প্রকাশ করেন। সাংবাদিকরা এবিষয়ে প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী বলেন , ‘আমার কিছুই বলার নেই, সবাই যা বলছে সেটাই আমার কথা। বাচ্চা ছেলে হলে বোঝানো যেত। উনি কার সঙ্গে দেখা করবেন সেটা তাঁর একান্ত ব্যক্তিগত ব্যাপার। রাজ্যপাল নিযুক্ত করার সময় আমায় জিজ্ঞাসা করা হয়নি, তাই আমি কিছু বলতে পারব না ওরাই বলবে সবটা।’ তিনি এও বলেন, ‘বাচ্চা ছেলে তো নয় যে বকাঝকা করে চুপ করিয়ে দেব।’ দিল্লিতে গিয়ে এত কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে কথা বলছেন রাজ্যপাল, কীভাবে দেখছেন মুখ্যমন্ত্রী এই নিয়ে তিনি বলেন, ‘কার সঙ্গে দেখা করবেন, সেটা তাঁর ব্যাপার। উনি তো ওদেরই লোক।’ মমতা সাংবাদিকদের আরও বলেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলা ভাল না খারাপ সেটা আপনারা আমাদের থেকে ভাল বলতে পারবেন।’ তিনি এও বলেন ‘ওঁকে সরানোর জন্য প্রধানমন্ত্রীকে ২-৩ বার চিঠি লিখেছি’।