দেশ

করোনায় প্রয়াত কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত মিলখা সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১। ২০ মে কোভিড আক্রান্ত হয়েছিলেন মিলখা। সুস্থ হয়ে বাড়িও ফিরে এসেছিলেন। বৃহস্পতিবার রাত থেকে ফের অসুস্থ হয়ে পড়েন কিংবদন্তি অ্যাথলিট। নতুন করে জ্বর আসে। রক্তে কমে যায় অক্সিজেনের মাত্রা। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় চণ্ডীগড়ের একটি হাসপাতালে আইসিসিইউ-তে রাখা হয় তাঁকে। কিন্তু শেষমেশ থমকে গেল মিলখার দৌড়। দিন পাঁচেক আগে তাঁর স্ত্রী নির্মল কৌর প্রয়াত হন। গত ১৯ মে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পদ্মশ্রী মিলখা সিং। এছাড়া মিলখার বাড়ির দুই কাজের লোক করোনা সংক্রমিত হয়েছিলেন। তারপরই বাড়ির অন্যান্যদের টেস্ট নেগেটিভ এলেও, তাঁর রিপোর্ট পজিটিভ আসে। কোভিড পজিটিভ হয়ে একই হাসপাতালে ভরতি হন নির্মল কৌরও। হাসপাতালের তরফে জানানো হয়, উভয়েরই কোভিড নিউমোনিয়ার চিকিত্‍সা চলছিল। কিন্তু শেষরক্ষা না হওয়ায় শোকস্তব্ধ হয়েছে দেশের ক্রীড়া মহল। মিলখা সিংয়ের প্রয়াণে শোকবার্তা লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।