কলকাতা

৫ কেন্দ্রে পুনর্গণনার মামলা তৃণমূলের

বিধানসভার ফলপ্রকাশের ২ মাস হতে চললেও ভোটগণনায় কারচুপি নিয়ে বিজেপি এখনও সেভাবে দৌড়ঝাঁপ শুরু করেনি। এরইমধ্যে রাজ্যের পাঁচ কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থীরা আদালতের দ্বারস্থ হয়েছে। ইতিমধ্যে নন্দীগ্রামের পুনর্গণনা মামলার শুনানি শুরু হতেই জোরদার বিতর্ক শুরু হয়ে গিয়েছে। তবে পুনর্গণনা নিয়ে আদালতের দ্বারস্থ না হওয়ায় রাজ্যের প্রধান বিরোধী দলের কর্মী-সমর্থকরা হতাশ। নন্দীগ্রামের নির্বাচনের ফল নিয়ে হাইকোর্টে মামলা করেছেন তৃণমূলপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ময়না, বণগাঁ দক্ষিণ, গোঘাট ও বলরামপুরের তৃণমূল প্রার্থীরাও বিচারের আশায় হাইকোর্টে মামলা করেছেন। এদিকে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পরাজয়ের নিয়ে বিজেপি প্রার্থীদের একাংশ প্রশ্ন তুলেছিলেন। সামাজিক মাধ্যমে তা নিয়ে হইচই হয়েছিল। গেরুয়া শিবিরের বুথ পর্যায়ের কর্মী থেকে দলের নেতৃত্বের একাংশের দাবি ছিল, ভোট পুনর্গণনার জন্য দলের শীর্ষ নেতৃত্ব উদ্যোগ নিক। কিন্তু সেই উদ্যোগে ঢিলেমি দেখা যাওয়ায় ক্ষোভও দানা বাধতে থাকে।