জেলা

হলদিয়া আসার পথে পর্তুগিজ জাহাজের ট্যাঙ্কে ফুটো, ১০ হাজার লিটার তেল ছড়িয়ে পড়ল সমুদ্রে, বাড়ল উদ্বেগ

হলদিয়া বন্দরে আসার পথে মাঝ সমুদ্রে বিপদে পড়ল পণ্যবাহী এক পর্তুগিজ জাহাজ। জাহাজের ট্যাঙ্ক ফুটো হয়ে হলদিয়ার সমুদ্রে ১০ হাজার লিটার তেল ছড়িয়ে পড়ল। মাঝ সমুদ্রে ছড়িয়ে পড়ল ১০ হাজার লিটার তেল। তেল ছড়িয়ে পড়ায় রীতিমত উদ্বেগ বাড়ল। পরিবেশ দূষণের আশঙ্কা করা হচ্ছে। এমভি ডেভন নামে ওই জাহাজটি কলম্বো থেকে কন্টেনারে পণ্য নিয়ে হলদিয়া আসছিল । জাহাজটি হলদিয়া থেকে প্রায় ৫০০ কিমি দূরে রয়েছে । জানা গিয়েছে , ওই জাহাজে ৩৮২ টি কন্টেনার রয়েছে । যাতে পণ্যের পরিমাণ ১০ হাজার ৭৯৫ মেট্রিক টন। ১৭ জন নাবিক রয়েছেন জাহাজটিতে । এদের মধ্যে ১১ জন ফিনিপিন্সের , ৪ জন ইউক্রেনের , একজন রাশিয়ান ও একজন জার্মানির । জাহাজে ১ লক্ষ ২০ হাজার লিটার জ্বালানি তেল ছিল। তার মধ্যে ১০ কিলো লিটার অর্থাত্‍ ১০ হাজার লিটার তেল ছড়িয়ে গিয়ে বিপত্তি দেখা দিয়েছে। শেষ অবধি তেলের ট্যাঙ্ক ফুটো হওয়ার পর বিপদগ্রস্ত এমভি ডেভনের ক্যাপ্টেন হলদিয়া বন্দরের মেরিন বিভাগ ও কোস্টগার্ডকে খবর দেন ।