রাজ্যে দ্রুত উপনির্বাচন পর্ব সেরে ফেলার পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে অনেকটাই স্থিতিশীল রাজ্যের করোনা পরিস্থিতি। তাই নির্বাচন কমিশন চাইলেই এখনই রাজ্যে উপনির্বাচন করাতে পারে। বুধবার নবান্নে সাংবাদিকদের এমনটাই দাবি করলেন মমতা। রাজ্যের সাত আসনে দ্রুত উপনির্বাচন চান তিনি। তাঁর মত, এখন কোভিড নিম্নগামী, এখনই ৭দিন সময় নিয়ে উপনির্বাচন সেরে ফেলার আদর্শ সময়। বুধবার সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি দ্রুত উপনির্বাচন করার। এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনে তাঁর দলের প্রস্তুতি বোঝাতে বলেন, উপনির্বাচনে র জন্য বেশি দিন দেওয়ার প্রয়োজন নেই। আমরা প্রস্তুত আছি। মমতার টিপ্পনি, আমার তো মনে হচ্ছে প্রধানমন্ত্রী বললেই কমিশন উপনির্বাচনের ঘোষণা করবে।’ আর সে কারণে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করেছেন বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।