করোনার ভাইরাসের ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যু। ডেল্টা প্লাস-এ আক্রান্তদের মধ্যে এটিই প্রথম মৃত্যু। বুধবার প্রশাসনের তরফে জানানো হয়, সেই মহিলা মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বাসিন্দা। সূত্র অনুযায়ী, দেশে ডেল্টা প্লাস-এ আক্রান্ত রোগীদের মধ্যে ৫ জন মধ্যপ্রদেশের বাসিন্দা। এদের মধ্যে ৪ জন সুস্থ হয়েছেন ঘরে ফিরেছেন। আক্রান্তদের মধ্যে একজন মহিলা শুধুমাত্র ডেল্টা প্লাস-এ বলি হয়েছেন। উজ্জয়িনীর নোডাল কোভিড অফিসার রৌনকের কথা অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এই মহিলা। গত ২৩ মে তিনি হাসপাতালেই মারা যান। তারপর তাঁর শরীরের নমুনা জিনোম সিকোয়েন্সিং করে খুঁজে পাওয়া যায় ডেল্টা প্লাস স্ট্রেন। চিকিত্সকেরা জানিয়েছেন, রাজ্যে এই প্রথম ডেল্টা প্লাস-এ আক্রান্ত হয়ে মারা গেলেন এই মহিলা। তবে প্রশ্ন উঠেছে টিকাকরণ নিয়েও। সূত্র অনুযায়ী, এই মহিলা এবং তাঁর স্বামী দুজনেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাঁর স্বামী টিকার দুটি ডোজ নিলেও, মহিলা শুধুমাত্র একটি ডোজ নিয়েছিলেন। সরকারের তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, যাঁরা ডেল্টা প্লাস-এ আক্রান্ত হয়েছেন, তাঁদের সংস্পর্শে কেউ এলে তত্ক্ষণাত্ করোনা পরীক্ষা করাতে হবে। তবে সরকার এখনও পর্যন্ত বিবৃতি প্রকাশ করে জানাননি, দেশে এই প্রথম ডেল্টা প্লাস-এ আক্রান্ত হয়ে মারা গেলেন কি না। তবে বিশেষজ্ঞদের মতে, এই স্ট্রেনের সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে এই মহিলার।