দেশ

কো-ভ্যাকসিন নিয়ে দেশজুড়ে সমস্যায় ছাত্রছাত্রীরা, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি ভারতে তৈরি করোনার টিকা কোভ্যাকসিন। ফলে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সমস্যায় পড়েছেন। কেউ বিদেশে গিয়ে সমস্যার সম্মুখীন, কেউ বা যেতেই পারছেন না। এবার এই বিষয়টির ওপর চক্ষুপাত করতে আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারই নবান্নের সাংবাদিক সম্মেলনে সমস্যার কথা তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, এখনও পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পায়নি প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া করোনার টিকা কোভ্যাকসিন। শীঘ্রই যাতে হু কোভ্যাকসিনকে ছাড়পত্র দেয় তার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন বলে জানিয়েছিলেন। আজ সাংবাদিক বৈঠকে জানালেন সেই চিঠি ইতিমধ্যেই পাঠিয়েছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘যারা কোভ্যাকসিন নিয়েছেন, তারা সমস্যায় পড়ছেন। সারাদেশের ছাত্রছাত্রীরাই এই সমস্যার সম্মুখীন। অনেক ব্যবসায়ীও সমস্যায় পড়েছেন। যাতে কোভ্যাকসিনকে অতি দ্রুত বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দেয় সে বিষয়ে আলোকপাত করার জন্য অনুরোধ করেছেন প্রধানমন্ত্রীকে।