জেলা

কাছি ছিঁড়ে লঞ্চ গিয়ে ধাক্কা মারলো জেটির ব্রিজে, কুকড়াহাটিতে দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই লঞ্চ

আজ প্রবল জোয়ারের টানে কাছি ছিঁড়ে বিপদে পড়ল যাত্রীবোঝাই লঞ্চ। এই ঘটনাটি ঘটেছে কুকড়াহাটি জেটিতে। হুগলি নদীর ঘূর্ণিজলে বেসামাল লঞ্চ গিয়ে ধাক্কা মারে জেটির গ্যাংওয়ে ব্রিজে। মুহূর্তের মধ্যে লঞ্চের পিছনের অংশ ভেঙে ঢুকে যায় গ্যাংওয়েতে। লঞ্চের ডেকে দাঁড়িয়ে থাকা প্রায় ১০ জন যাত্রী পড়ে যান নদীতে। নদীতে তলিয়ে যায় বেশ কয়েকটি বাইক। ওই সময় ডায়মন্ডহারবার যাওয়ার জন্য নিত্যযাত্রীরা লঞ্চে উঠছিলেন বলে জানা গিয়েছে। লঞ্চ উল্টে যাওয়ার উপক্রম হলে আর্ত চিৎকার শুরু করেন যাত্রীরা। ডাঙায় থাকা মানুষজন ও স্থানীয় মাঝিরা চিৎকার শুনে ছুটে এসে নদীতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করেন। অভিযোগ, নিয়ম ভেঙে ওই লঞ্চ কুকড়াহাটি ও ডায়মন্ডহারবারের মধ্যে চলাচল করছিল। রীতিমত টিকিট কেটেই যাত্রী পারাপার করা হচ্ছিল। ওই লঞ্চ ডায়মন্ডহারবার পুরসভার অনুমোদনক্রমে চলাচল করে। জানা গিয়েছে, সরকারি কর্মীদের পারাপারের জন্য সার্ভিস কার ভেসেল হিসেবে চলাচল করছিল। কিন্তু ওই লঞ্চ চলাচলের অনুমতি নিয়ে প্রশাসনিক স্তরে ধোঁয়াশা রয়েছে। কারণ, কুকড়াহাটি জেটি হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালনাধীন। সংস্থার সিইও এবিষয়ে কিছু জানেন না বলে জানান। বিষয়টি  সুতাহাটার বিডিও বা ওসির নজরেও নেই। নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে পূর্ব মেদিনীপুরের জেটিঘাট ব্যবহার হচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে।