দেশের নানা প্রান্ত থেকে আসছে ভুয়ো ভ্যাকসিনেশনের খবর। মহারাষ্ট্র যেমন কোভিড আক্রান্ত ও মৃতের সংখ্যার ক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষে, ঠিক তেমনই ভুয়ো ভ্যাকসিনেশনের ঘটনার ক্ষেত্রেও এই রাজ্য বাকি রাজ্যগুলিকে পিছনে ফেলে দিয়েছে। সম্প্রতি মুম্বইয়ে ভ্যাকসিনেশন ক্যাম্পের মাধ্যমে ২ হাজার টি ভুয়ো ভ্যাকসিনের খবর সামনে এসেছিল। এদিন অবশ্য পুলিশ ১০ জনকে ভুয়ো ভ্যাকসিন দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে। গত সপ্তাহে মুম্বইয়ের কান্দিভালির একটি হাউজিং সোসাইটি এই ভুয়ো ক্যাম্পের বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের করেছিল। এরপর গত মঙ্গলবার মুম্বই হাইকোর্ট বিএমসি-কে প্রশ্ন করেছিল, প্রতারকরা যে ভায়ালগুলি ব্যবহার করেছে তার মধ্যে আসলে কী ছিল? সেই সঙ্গে রাজ্যটির শীর্ষ আদালত জিজ্ঞেস করেছিল এই সব ক্ষেত্রে প্রাপকদের যেন অনুমোদিত ও সার্টিফায়েড ভ্যাকসিন দেওয়া হয়। মুম্বইয়ে ক্যাম্প চালিয়ে ২ হাজার জনকে ভুয়ো ভ্যাকসিন দেওয়ার অভিযোগ নিয়ে পুলিশ সাতটি এফআইআর দায়ের করেছিল। আর এদিন সেই ক্যাম্পের সঙ্গে যুক্ত আট অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রয়েছে এক মহিলাও। ওই মহিলা ইউজারনেম ও পাসওয়ার্ড শেয়ার করে একটি কোউইন অ্যাকাউন্টে ভ্যাকসিনেশন সার্টিফিকেট তৈরি করছিল। মুম্বই পুলিশ জানিয়েছে, ভ্যাকসিনের পরিবর্তে সম্ভবত স্যালাইন অথবা নুন জল অভিযুক্তরা ব্যবহার করেছিল। ১০ জনকে গ্রেফতার করার পাশাপিাশি ঘটনার অন্যতম অভিযুক্ত ও মাস্টার মাইন্ড মনীষ ত্রিপাঠি ও মহেন্দ্র সিংয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ১২.৪০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন, জয়েন্ট কমিশনার অব পুলিশ (আইন ও শৃঙ্খলা) ভি নাংগ্রে পাতিল।