কলকাতা

ভুয়ো টিকা কাণ্ডের পর কড়া পদক্ষেপ নবান্নের, এবার থেকে টিকাকরণ শিবির করতে প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক

যেখানে সেখানে ভ্যাক্সিনেশন ক্যাম্প করা যাবে না। এবার থেকে সরাসরি প্রশাসনের অনুমতি ছাড়া কোন সংস্থা বা সংগঠন টিকাকরণ শিবিরের আয়োজন করতে পারবে না। এর জন্য নির্দিষ্ট জেলার জেলাশাসক বা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর অনুমতি বাধ্যতামূলক। ভুয়ো টিকা কাণ্ডের পর কড়া পদক্ষেপ নবান্নের। নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে স্পষ্ট করে জানানো হয়েছে, কোনওরকম টিকাকরণ শিবিরের আয়োজন করতে গেলে প্রশাসনের অনুমতি নিতেই হবে। এর জন্য নির্দিষ্ট জেলার জেলাশাসক বা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর অনুমতি বাধ্যতামূলক। সম্প্রতি কসবায় ভুয়ো টিকা কাণ্ডের পর রাজ্যের এই পদক্ষেপ। ইতিমধ্যেই ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যোগ খুঁজে সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি।