জেলা

হাওড়ায় মঙ্গলবার পর্যন্ত বন্ধ একাধিক বাজার

,হাওড়ার বিভিন্ন এলাকায় করোনাবিধি অমান্য করার বহুবার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে হাওড়ার কনটেনমেন্ট জোন সংলগ্ন একাধিক বাজার তিনদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল স্থানীয় প্রশাসন। কোভিডের তৃতীয় ঢেউ-এর সংক্রমণ এড়াতে ইতিমধ্যে কোমর বেঁধেছে সরকার। জেলার যে যে এলাকায় সংক্রমণের হার বা পজিটিভিটি রেট বেশি, সেই এলাকায় কনটেনমেন্ট জোন ঘোষণা করছে স্থানীয় প্রশাসন। সংক্রমণ ঠেকাতে কনটেনমেন্ট জোনগুলিতে চলছে কড়া বিধিনিষেধ। এ প্রসঙ্গে হাওড়ার পুলিশ কমিশনার সি সুধাকর জানান, “সংক্রমণ ঠেকাতে  রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজার বন্ধ রাখার মেয়াদ আরও বাড়বে কি না তা ফের আলোচনার মাধ্যমে ঠিক হবে।” বন্ধ রাখা হচ্ছে বাজারও। ইতিপূর্বে বারাকপুরের বাজার ৭দিন বন্ধ রাখা হয়েছে। সোনারপুর-রাজপুর বাজারাও তিনদিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। হাওড়ায়ও এর ব্যতিক্রম হল না।