জর্জ ফ্লয়েডকে ২০২০ সালের মে মাসে মিনেয়াপোলিস শহরে হত্যার দায়ে আমেরিকান পুলিশ অফিসার ডেরেক শভিনকে ২২ বছর ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করল আদালত। বিচারকের তরফে বলা হয়েছে, তিনি মি. ফ্লয়েডের ওপর যে নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন, সেসব কারণে অফিসারকে এই সাজা ঘোষণা করা হয়েছে। জর্জ ফ্লয়েড হত্যা বিশ্বে বর্ণবৈষম্যর ক্ষেত্রে নজির তৈরি করেছিল। গত ২১ এপ্রিল ১২ সদস্যের জুরি বোর্ড ডেরেক শভিনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে। ৯ মিনিটের ওই ভিডিও সাড়া বিশ্বে সমালোচনার ঝড় তুলে। ফ্লয়েডের মৃত্যুর পর ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।