কলকাতা

শুভেন্দুর হঠাৎ হানায় এবার স্বাস্থ্য ভবনে বাড়লো নিরাপত্তা

ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই হঠাৎই শুক্রবার স্বাস্থ্যভবন চলে যান শুভেন্দু অধিকারী। স্মারকলিপি জমা দিয়ে পূর্ণাঙ্গ তদন্তের হুঁশিয়ারিও দেন তিনি। ভবিষ্যতে বিরোধী শিবির হঠাৎ বিক্ষোভ করলে যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায় সে কথা মাথায় রেখেই ঢেলে সাজানো হলো সল্টলেক স্বাস্থ্য ভবনের নিরাপত্তা।  এরকম হঠাত্‍ করে যাতে বিরোধী দলের প্রতিনিধিরা স্বাস্থ্য ভবনের ভিতরে প্রবেশ করতে না পারে তার জন্য নতুন করে ঢেলে সাজানো হচ্ছে নিরাপত্তা। বিরোধী দলগুলি যাতে স্বাস্থ্য ভবন চত্বর বিক্ষোভ দেখাতে না পারে সেই ব্যবস্থাই করা হচ্ছে। স্বাস্থ্য ভবনের বাইরে মূল ফটকের সামনে ব্যারিকেড দেওয়া হচ্ছে। মূল ফটক পেরিয়ে যাতে কেউ স্বাস্থ্য ভবনের বিল্ডিংয়ে প্রবেশ করতে না পারে সেই জন্য বিল্ডিংয়ে ঢোকার মুখেও দেওয়া হচ্ছে ব্যারিকেড। গোটা স্বাস্থ্য ভবন চত্বরে মোতায়েন রাখা হচ্ছে প্রচুর বেসরকারি নিরাপত্তা রক্ষী। যোগাযোগ করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটে। সেখান থেকেও বাড়তি পুলিশ বাহিনী এনে স্বাস্থ্য ভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এছাড়াও বেসরকারি নিরাপত্তারক্ষী এবং বিধান নগর পুলিশ কমিশনার থেকে প্রচুর পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে স্বাস্থ্যভবনে। বিনা অনুমতিতে এখন থেকে স্বাস্থ্য ভবনে ঢুকতে দেওয়া হবে না। আগে থেকে অ্যাপয়নেমেন্ট নিয়ে রাখতে হবে। তবেই স্বাস্থ্য ভবনে প্রবেশের ছাড়পত্র মিলবে।