বাংলার করোনার গ্রাফ এখন নিম্নমুখী। কিন্তু এলাকাভিত্তিক সংক্রমণে উদ্বেগ বাড়ছে প্রশাসনের। সেকারণেই কোথাও চালু হচ্ছে মাইক্রো কনটেনমেন্ট, তো কোথাও আবার ঝাঁপ পড়ছে দোকান-বাজারের। ব্যারাকপুরে যেদিন লকডাউনের মেয়াদ শেষ হল, সেদিন ভাটপাড়ায় দোকান-বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পুরসভা। মাইক্রো মাইক্রো কনটেনমেন্ট চালু হয়েছে হাওড়া, দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরে, এমনকী দার্জিলিংয়েও। করোনাকে যেন কিছুতেই বাগে আনা যাচ্ছে না! দৈনিক সংক্রমণের নিরিখে এখনও শীর্ষে সেই উত্তর ২৪ পরগনাই। রাজ্যে যখন কিছু শিথিল হয়েছে বিধিনিষেধ, তখন সপ্তাহ জুড়ে লকডাউন চলেছে ব্যারাকপুরে। আগামী সোমবার থেকে তিনদিন আবার এলাকায় বাজার-দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভাটপাড়া পুরসভার। বাদ যাবে না ব্যারাকপুর ও পানিহাটি অঞ্চলের বেশ কয়েকটি বাজারও।