দেশ

করোনায় প্রভাবিত ক্ষেত্রগুলির জন্য ১.১ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

করোনায় ধাক্কা খেয়েছে যে ক্ষেত্রগুলি, তাদের জন্য বড় ঘোষণা করল মোদি সরকার ৷ সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই ঘোষণা করেন ৷ তিনি জানিয়েছেন যে করোনার জেরে যে যে ক্ষেত্রগুলিতে প্রভাব পড়েছে, সেগুলির জন্য ১.১ লক্ষ কোটি টাকার ত্রাণ যোজনা আনা হল ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই অর্থকে দু’টি ভাগে ভাগ করা হয়েছে ৷ একটি ভাগ যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে আর দ্বিতীয় ভাগ যাচ্ছে অন্য ক্ষেত্রগুলিতে ৷ স্বাস্থ্য়ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে ৫০ হাজার কোটি টাকা ৷ আর বাকি ৬০ হাজার কোটি টাকা খরচ হবে অন্য ক্ষেত্রগুলির জন্য ৷ এর মধ্য়ে রয়েছে পর্যটন এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি বা এমএসএমই শিল্প ক্ষেত্রগুলি রয়েছে ৷ এমারজেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম (ইসিএলজিএস) এর অধীনে দেড় লক্ষ কোটি টাকা ঘোষণা করা হয়েছে ৷ এর আগে এই যোজনায় ৩ লক্ষ কোটি ও ২.৬৯ লক্ষ কোটি খরচ করা হয়েছে ৷ এটা করা হয়েছে এমএসএমই ক্ষেত্রগুলির কথা মাথায় রেখে ৷ এই প্রকল্পে ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ২৫টি বেসরকারি ব্যাঙ্ক এবং ৩১টি নন-ব্যাঙ্কিং সংস্থা সামিল হয়েছে ৷ পর্যটন ক্ষেত্রের জন্য নতুন একটি প্রকল্পের ঘোষণা করা হয়েছে ৷ ১০০ শতাংশ নিশ্চিয়তার সঙ্গে ১১ হাজার পর্যটক গাইডকে আর্থিক সাহায্য করা হবে ৷ সংস্থাগুলিকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে ৷ আর পর্যটক গাইডরা ব্যক্তিগতভাবে ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন ৷ এই প্রকল্প ন্যাশনাল ক্রেডিট গ্যারান্টি ট্রাস্টি কোম্পানি লিমিটেডের মাধ্যমে পর্যটনমন্ত্রক নিয়ন্ত্রণ করবে ৷ এছাড়া ৫ লক্ষ পর্যটককে বিনামূল্যে টুরিস্ট ভিসা দেওয়া হবে ৷ 2022 সালের মার্চ পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে ৷ পর্যটন শিল্পকে উৎসাহ দিতেই এই ঘোষণা করা হয়েছে ৷ একই সঙ্গে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে ৷ তার মধ্যে অন্যতম হল আত্মনির্ভর ভারত যোজনা ৷ গত বছর ঘোষণা করা হয়েছে এই যোজনার ৷ এই প্রকল্প আরও বর্ধিত করা হল বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ এছাড়া কৃষি-সহ একাধিক ঘোষণা করা হয়েছে ৷