জিটিএ-তে দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল। তার পরিপ্রেক্ষিতে রাজ্যপালকেই দুর্নীতিগ্রস্ত বলে দেন মমতা। অতীতের কথা তুলে এনে তিনি বলেন হাওয়ালা জৈন কাণ্ডের চার্জশিটে রাজ্যপালের নাম ছিল। এই বক্তব্যের ঘণ্টা কয়েক পরেই জবাব দিলেন জগদীপ ধনখড়। বললেন, জৈন হাওয়ালা চার্জশিটে তাঁর নাম ছিল না। মুখ্যমন্ত্রীর তথ্য ভুল। মমতার বিস্ফোরক অভিযোগের জবাব দিতে গিয়ে সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল বলেন, ‘জৈন হাওয়ালা কাণ্ডে এখনও কেউ দোষী সাব্যস্ত হয়নি। আমার নাম চার্জশিটে ছিল না। আমার বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ নেই। এ ধরনের মন্তব্য করা উচিত নয় মুখ্যমন্ত্রীর।’ ধনখড় আরও বলেন, উত্তেজনা সৃষ্টি করতেই এই ধরনের মন্তব্য করেছেন মমতা ব্যানার্জি।