দেশ

জম্মু-কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম লস্কর-ই-তইবার শীর্ষ জঙ্গি নেতা, উদ্ধার প্রচুর অস্ত্র

নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে মঙ্গলবার জম্মু-কাশ্মীরে নিহত হল লস্কর-ই-তইবার শীর্ষ কম্যান্ডার নাদিম আব্রার। সোমবারই তাকে পারিমপোরা থেকে তাকে গ্রেফতার করেছিল পুলিশ এবং সিআরপিএফের যৌথবাহিনী। সোমবার কাশ্মীরের পারিমপোরা থেকে গ্রেপ্তার হয়েছিল। তাকে জেরা করে মালুরের গোপন ডেরা থেকে উদ্ধার হয় একে–৪৭ অস্ত্র। পরের দিন ভোরেই এনকাউন্টারে খতম হল সেই লস্কর–ই–তইবা জঙ্গি। নাম নাদিম আব্রার। বেশ কয়েক জন নিরাপত্তারক্ষীর হত্যায় হাত রয়েছে আব্রারের। তার সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছে আরও এক পাকিস্তানি জঙ্গি।  গোয়েন্দা সূত্রে খবর আসে, যে জম্মু ও কাশ্মীরের জাতীয় সড়কে বামলা চালাতে পারে জঙ্গিরা। তাই জাতীয় সড়কে নাকা চেকিং শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ। পুলিশের মুখপাত্র জানান, ‘‌সোমবার পারিমপোরার নাকা চেক পোস্টে একটি গাড়িকে দাঁড় করানো হয়। সওয়ারিদের পরিচয় জিজ্ঞেস করা হয়। পিছনে বসে থাকা লোকটি ব্যাগ খুলে গ্রেনেড বের করার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে তৎপর হয় পুলিশ। ঝাঁপিয়ে পড়ে তাকে আটক করে। চালক এবং ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।’‌ মুখপত্র আরও বললেন, গাড়ির পিছনের আসনে বসে থাকা ওই ব্যক্তির মাস্ক খুলতেই দেখা যায়, সে আব্রার। লস্কর কমান্ডার। তার থেকে একটি পিস্তল এবং হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়। এবার আব্রারকে জেরা করেই তার মালুরের ডেরায় হানা দেয় নিরাপত্তরক্ষীরা। ভিতরে ঘাপটি মেরে বসে ছিল এক পাকিস্তানি জঙ্গি। রক্ষীদের নিশানা করে ডেরার ভিতর থেকে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসে। পাল্টা গুলি চালায় জওয়ানরাও। এনকাউন্টারে খতম হয় পাক জঙ্গি। মারা যায় আব্রারও। সেখানেই মেলে একে–৪৭।