আজ, বুধবার রাত ১২ টা থেকে ১৫% বেড়ে যাবে অ্যাপ ভিত্তিক ক্যাব পরিষেবা উবেরের ভাড়া। তেলের দাম অত্যধিক বাড়ায় ভাড়া বৃদ্ধির দাবিতে সোচ্চার ছিলেন ওলা-উবের চালকরা। উবরের পাশাপাশি ওলাও ভাড়া বাড়াতে চলছে। সূত্রের খবর ভাড়া বাড়ানোর কথা বলে ওার হায়দরাবাদ হেড অফিসে মেল এসেছে। উবেরের পাশাপাশি তাদের ভাড়াও বাড়ানোর অনুমোদন দেওয়া হোক এমন দাবিই তুলেছে ওলা। দেশজুড়ে পেট্রোপণ্যের দাম আকাশ ছুঁয়েছে। ইতিমধ্যেই দেশের অন্তত সাতটা রাজ্যের বেশ কিছু জায়গায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০০ টাকা ছাড়িয়েছে। কলকাতাতেও পেট্রোলের দর সেঞ্চুরি করার মুখে। ডিজেলের দরও চড়া। তেলের দাম অত্যধিক বাড়ার ফলেই অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবাগুলি ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছে বলে দাবি। যদিও যাত্রীদের বক্তব্য, ওলা-উবেরর ভাড়া এমনিতেই চড়া, তার মধ্যে দিনের বেশিরভাগ সময়ই মোটা সারচার্জ দিতে হয়। তাই এই ভাড়া বাড়ানোর যুক্তি নেই।