বৃহস্পতিবার সাতসকালে বিশ্বজুড়ে স্তব্ধ টুইটার। জনপ্রিয় এই মাইক্রোব্লগিং সাইট ব্যবহার করতে গিয়ে বৃহস্পতিবার সকালে নানা সমস্যায় পড়তে হয়েছে টুইটার ব্যবহারকারীদের। অভিযোগ, বহু প্রোফাইল কিংবা থ্রেড লোড হচ্ছে না। অথচ টাইমলাইন দেখা যাচ্ছে। এমন সব একাধিক বিচিত্র সমস্যায় পড়ে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ নেটিজেনরা। বহু নেটিজেন ইতিমধ্যেই নিজেদের টুইটার হ্যান্ডলে এবিষয়ে পোস্ট করেছেন। জানিয়েছেন, টুইটার ‘ডাউন’ হয়ে পড়ায় একাধিক সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। তবে অনেক গুরুত্বপূর্ণ ফিচার আবার খুলছেও। পাশাপাশি অনেকেই জানিয়েছেন, ডেস্কটপ কিংবা ল্যাপটপ থেকে তাঁদের টুইটার হ্যান্ডলটি খুলছে না। অথচ মোবাইল থেকে খুলে যাচ্ছে। আজ সকালে ট্যুইটারের নিজস্ব বিবৃতিতে লেখে, অন্তর্জাল দুনিয়ায় কারও কারও প্রোফাইল থেকে টুইট লোড করা যাচ্ছে না। সংস্থা দ্রুত এই সমস্যার মোকাবিলা করতে চাইছে। সকলকে ধন্যবাদ। অন্য একটি ট্যুইটে এই সংস্থা বলেছে, এখন প্রোফাইলগুলিতে বেশির ভাগ ট্যুইটই দেখা যাচ্ছে। যদিও ট্যুইটারের অন্যান্য ফিচারগুলো এখুনি কাজ নাও করতে পারে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বদ্ধপরিকর। ট্যুইটারের নিজস্ব টিম কাজ করছে।