জেলা

দলবিরোধী কাজের জন্য ২ নেতাকে বহিষ্কার, এক নেতাকে সতর্ক করল বঙ্গ বিজেপি

দলবিরোধী কাজের জন্য মালদার প্রাক্তন জেলা সভাপতি সঞ্জিত মিশ্রকে বহিষ্কার করল বঙ্গ বিজেপি। একই কারণে বহিষ্কার করা হয়েছে নিতাই মণ্ডল নামে এক নেতাকে। দলীয় বিধায়কের উপরে হামলার ঘটনায় জেলে রয়েছেন নিতাই। এছাড়া দলবিরোধী কার্যকলাপের জন্য সতর্ক করা হয়েছে হুগলির নেতা সুবীর নাগকে। দলীয় শৃঙ্খলা রক্ষায় রাজ্য বিজেপি যে কোনও আপস করবে না তা এই বহিষ্কারের ঘটনাতেই পরিস্কার। রাজ্য বিজেপি সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে থেকেই দলবিরোধী কাজ করছিলেন সঞ্জিত। ভোটের পর তা আরও বেড়ে যায়। দলীয় কর্মীদের অভিযোগ, দলবিরোধী প্রচার চালিয়েই যাচ্ছিলেন সঞ্জিত। আবার দলবিরোধী কার্যকলাপের জন্য সতর্ক করা হয়েছে হুগলির নেতা সুবীর নাগকে। চুঁচুড়ায় দিলীপ ঘোষকে ঘিরে কর্মী বিক্ষোভে ইন্ধন জোগানোর অভিযোগে সুবীর নাগকে এর আগে শো–কজ নোটিস পাঠিয়েছিল বিজেপি। চুঁচুড়ায় সাংগঠনিক বৈঠকে যান দলের রাজ্য সভাপতি দিলীপ। সঙ্গে ছিলেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি। সেই সময় একদল বিজেপি কর্মী বিক্ষোভ দেখায়। তখন থেকেই অভিযোগ ওঠে হুগলি লোকসভা এলাকা নিয়ে গঠিত বিজেপি–র সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুবীর ওই বিক্ষোভে মদত দিয়েছেন।